দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। গত কয়েক দিন থেকে দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা অনেক বেড়েছে।
তাই প্রতি বারের ন্যায় এবারের শীতেও রাজধানী ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জ একযোগে শীতার্ত পথশিশু, অসহায় গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।
খ্রিস্টাব্দ নতুন বছর ২০২৫ সালের ১লা জানুয়ারি বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু করে সায়দাবাদ, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আজিমপুর, নিউ মার্কেট, সাইন্সল্যাব, কাঁটাবন, শাহবাগ, বাংলা মটরস, মালিবাগসহ বিভিন্ন মহল্লা এবং নারায়ণগঞ্জ ২নং গেইট থেকে চাষাড়া ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
রাজধানী ঢাকার শীতবস্ত্র বিতরণ কার্যের নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ, চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, মোঃ রায়হান আহমেদ, মোঃ ওয়াহিদুর রহমান (প্রিতম) এবং নারায়ণগঞ্জের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাইনুল হাসান ক্বাদেরী।