অসহায় গরীব, দুস্থ, পথশিশুদের মধ্যে ১০০ প্যাকেট খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নেস্ট’।
আজ ২৫ জুন শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা, শহীদ ফারুক সড়ক, সায়েদাবাদ বাস টার্মিনাল, গোলাপবাগ বিশ্বরোড, ধলপুর, বিবির বাগিচা এলাকায় ঘুরে ঘুরে অসহায় গরীব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন সংগঠনের সদস্যরা।
কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের খাবার বিতরণীয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করা হয়েছে। খাবার আইটেম হিসেবে ছিল মুরগী দিয়ে রান্না করা বিরিয়ানী। কেন্দ্রীয় সদস্য সুমাইয়া ফেরদৌসির একক অনুদানে আজকের খাবার বিতরণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে ।