আলহামদুলিল্লাহ গত ২৫শে মে শনিবার নেস্ট এর উদ্যোগে কামরাঙ্গীরচরে অবস্থিত আল-আমিন এতিমখানায় ইফতার মাহফিল করতে সক্ষম হয়েছি। কামরাঙ্গীরচর কমিটির সহযোগীতায় ইফতার মাহফিলটি সম্পূর্ণ করেন কেন্দ্রীয় কমিটি।
এতিমখানায় প্রায় ৬০ জন লোকের ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতার মাহফিলের যাবতীয় খরচ নেস্ট সংগঠনের তহবিল থেকে বহন করা হয়।
নেস্ট সংগঠনটি এদিন ইফতার মাহফিলের প্রয়োজনীয় কাচামাল নিয়ে দুপুর ৩ টার দিকে কামরাঙ্গীর চরে অবস্থিত আল-আমিন এতিমখানায় পৌছায়। এতিমখানার রান্না ঘরে নেস্ট সদস্যরা নিজেরাই রান্না করে ইফতার তৈরি করেন। রান্না শেষে নিজেরাই এতিমখানার হুজুর (শিক্ষক) এবং এতিম বাচ্চাদের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করেন এবং এককই দস্তর-খানায় বসে এতিম বাচ্চাদের সাথে ইফতার করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- ভুনা খিচুরী, চিকেন কারি, শরবত, খেজুর ও সালাত।