স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট কেন্দ্রীয় পরিষদ এর সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মীর শরীফুল আলম ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এম.এস পাশ করার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক হলেন।
এর মাধ্যমে মুখের ক্যান্সার, ক্ষত, টিউমার ও চোয়ালের আঘাতজনিত সমস্যার রোগিদের বিশেষায়িত সেবা দেয়া সম্ভব হবে।
আমরা নেস্ট পরিবার তার এ অর্জনে আনন্দিত। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করছি।