আলহামদুলিল্লাহ্। ইউএস বাংলা মেডিকেল কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – এ কিডনি জটিলতার একজন মুমূর্ষু মহিলা রোগীকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছায় আমাদের ‘নেস্ট রূপগঞ্জ’ নারায়ণগঞ্জের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন মিয়া (১৭/০৫/২০২৩ তারিখে), সহ-প্রচার সম্পাদক মোঃ রানা মিয়া (১৬/০৫/২০২৩ তারিখে) ও সদস্য প্রদীপ দাস (১৮/০৫/২০২৩ তারিখে)।
প্রত্যেকে এক ব্যাগ করে B+ (বি পজিটিভ) রক্ত প্রদান করেন। অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।