আলহামদুলিল্লাহ ২০১৮ সালের ঈদ-উল-ফিতরে আল্লামা বাকী বিল্লাহ (রহ.) এর প্রতিষ্ঠিত জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় অধ্যায়নরত এতিম ছাত্র ও সায়েদাবাদ রেললাইন, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর কলোনী ও মালিবাগ ঘুরে ঘুরে রিক্সা চালক, গরীব-অসহায়, পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করতে পরে আমরা অনেক আনন্দিত। গরীব-অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই আমাদের এই প্রচেষ্টা।
আমরা নেস্ট সদস্যরা রাস্তায় ঘুরে ঘুরে এই মানুষগুলার হাতে ঈদ বস্ত্র তুলে দিয়েছি। যেহেতু আমাদের বাজেট একটু কম, তাই আমরা চাই প্রকৃত ব্যক্তির হাতেই যেন তার প্রাপ্য বস্ত্রটি তুলে দিতে পারি।
বস্ত্রের মাধ্যে ছিলো- লুঙ্গী, শাড়ী-কাপড়, পাঞ্জাবী, টুপি, বাচ্চাদের জামা-প্যান্ট।