Wednesday, September 27, 2023
Homeকর্মসূচিনেস্টের উদ্যোগে ঢাকা, সভার ও নারায়নগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

নেস্টের উদ্যোগে ঢাকা, সভার ও নারায়নগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

রিদওয়ান আহমেদ: প্রতি বারের ন্যায় এবারও চলমান এই শীতে সম্প্রতি রাজধানী ঢাকা, সাভার ও নারায়নগঞ্জের ফুটপাতে শুয়ে থাকা অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় পর্ষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ তোরার নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানার জল্লারপাড়, চাষাড়া, নিতাইগঞ্জ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজধানী ঢাকায় মহাসচিব রিদওয়ান আহমেদের নেতৃত্বে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক, বিবির বাগিচা, শহীদ ফারুক সড়ক, সায়েদাবাদ এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, নুসরাত জেবা আনিকা প্রমুখ।
এদিকে সাভার এলাকায় সিনিয়র যুগ্ম মহাসচিব আফসানা জামান মিমির নেতৃত্বে সাভার আশুলিয়া থানার বিশ মাইল, নবিনগর এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলেদেন আবু সালেহ মাহমুদ (আবির), মাহেনুর রহমানসহ আরো অনেকে।

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments