আলহামদুলিল্লাহ, ৮ দিন বয়সের মুমূর্ষু বাচ্চার জীবন বাচাতে রক্ত (প্লাজমা) দিয়ে জীবন বাচাতে অগ্রণী ভুমিকা রাখলেন নেস্টের প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ। গত রাত ৯ টায় মোবাইল যোগে সংবাদ পাওয়ার পরপরই ছুটে যান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রোগীর পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে রাত ১ টায় শান্তিগনরের কোয়ান্টামে গিয়ে প্লাজমার জন্য এবি পজেটিভ একব্যাগ রক্ত দেন তিনি।
আমরা নেস্ট পরিবার রিওয়ান আহমেদ সহ আমাদের সকল রক্তদাতাদের উদারতায় গর্বিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আমাদের রক্তদাতারা কখনো কোন রোগী বা রোগীর পরিবারের থেকে রক্তদানের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করেন না। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। বিনিময়ে শুধু দোয়াটাই চেয়ে থাকেন।
চাইলে আপনি হতে পারেন নেস্ট পরিবারের একজন সদস্য। হতে পারেন রিদওয়ান আহমেদের মতো মানব সেবার অভয় যোদ্ধা।