আলহামদুলিল্লাহ্। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন “নেস্ট রূপগঞ্জ”- এর তারুণ্যদীপ্ত সদস্য মোঃ শাহিন ভূইয়া আজ ১৩/১০/২০২২ বৃহস্পতিবার বিকেলে মেমোরি জেনারেল হাসপাতালে এক মহিলার টিউমার অপারেশন করতে গিয়ে রক্তের প্রয়োজন পড়ায় এক ব্যাগ O+ (O Positive) রক্ত বিনামূল্যে স্বেচ্ছায় প্রদান করেন। নেস্টের কেন্দ্রীয় ও রূপগঞ্জ শাখার পক্ষ থেকে মোঃ শাহিন ভূইয়াকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।