Wednesday, September 27, 2023
Homeগ্যালারিরক্ত দিয়ে জীবন বাচাতে ভুমিকা রাখলেন রিদওয়ান

রক্ত দিয়ে জীবন বাচাতে ভুমিকা রাখলেন রিদওয়ান

আলহামদুলিল্লাহ, ৮ দিন বয়সের মুমূর্ষু বাচ্চার জীবন বাচাতে রক্ত (প্লাজমা) দিয়ে জীবন বাচাতে অগ্রণী ভুমিকা রাখলেন নেস্টের প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ। গত রাত ৯ টায় মোবাইল যোগে সংবাদ পাওয়ার পরপরই ছুটে যান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রোগীর পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে রাত ১ টায় শান্তিগনরের কোয়ান্টামে গিয়ে প্লাজমার জন্য এবি পজেটিভ একব্যাগ রক্ত দেন তিনি।

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments