Thursday, September 28, 2023
Homeকর্মসূচি৪র্থ বারের মত রক্ত দিলেন নাঈম

৪র্থ বারের মত রক্ত দিলেন নাঈম

“ঝর-বৃষ্টি, করোনা, কোন কিছুই ভয় করি না। রক্তদানে অভয়, জীবন বাচাতে রক্ত দিতে হয়।”
এমন শ্লোগানে বিশ্বাসী হয়েই ৪র্থ বারের মত রক্ত দিয়ে রোগীর জীবন বাচাতে অগ্রণী ভূমিকা রাখলেন নেস্ট এর নিবন্ধিত রক্তদাতা মুহাম্মদ নাঈম ইসলাম। আজ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন মায়াবাড়ীতে অবস্থিত কে পি এস জেনারেল হাসপাতালে একজন মুমূর্ষু রোগীর জীবন বাচাতে ছুটে গেছেন তিনি। বৃদ্ধা মা রক্ত সল্পতা রোগে ভোগছিলেন।
সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের রক্তদাতা ছুটে গেলেন হাসপাতালে, দিলেন এক ব্যাগ ও পজেটিভ রক্ত।

মুহাম্মদ নাঈম ইসলাম এ নিয়ে মোট ৪ বার অন্যের জীবন বাচাতে রক্ত দিয়েছেন। আমরা নেস্ট মুহাম্মদ নাঈম ইসলাম সহ আমাদের সকল রক্তদাতাদের উদারতায় গর্বিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আমাদের রক্তদাতারা কখনো কোন রোগী বা রোগীর পরিবারের থেকে রক্তদানের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করেন না। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। বিনিময়ে শুধু দোয়াটাই চেয়ে থাকেন।
চাইলে আপনি হতে পারেন নেস্ট পরিবারের একজন সদস্য।

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments