এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো নেস্ট

0
5
ঈদ বস্ত্র গ্রহন করছেন আল্লামা বাকী বিল্লাহ (রহ.) এর প্রতিষ্ঠিত জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় অধ্যায়নরত একজন এতিম ছাত্র। (বা থেকে) শায়খ আব্দুল মুস্তফা রাহিম আল-আযহারী, মোহাম্মদ রাহিম হোসেন, মাদ্রাসার ছাত্র, রিদওয়ান আহমেদ ও ফয়সাল রহমান অপু।

আলহামদুলিল্লাহ বিগত বছর গুলোর মতো এবারও মাদ্রাসায় অধ্যায়নরত এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।
গতকাল মঙ্গলবার (২৯ রমজান) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কবরস্থান রোডে অবস্থিত আল্লামা বাকী বিল্লাহ (রহ.) এর প্রতিষ্ঠিত জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।

(বা থেকে) শায়খ আব্দুল মুস্তফা রাহিম আল-আযহারী, রিদওয়ান আহমেদ ও আবু নাসের মোহাম্মদ মুসা।

উপস্থিত থেকে একজন এতিম ছাত্রের হাতে ঈদ বস্ত্র তুলে দেন নেস্ট পরিবার। বাকী বস্ত্র জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সেক্রেটারি আল্লামা বাকী বিল্লাহ হুজুরের সুযোগ্য সন্তান হযরত মাওলানা শায়খ আব্দুল মুস্তফা রাহিম আল-আযহারী এবং মাদ্রাসার সুপারেন্টেন হযরত মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা’র হাতে নেস্ট পরিবারের পক্ষে ঈদ বস্ত্র তুলে দেন নেস্ট এর প্রতিষ্ঠাতা রিদওয়ান আহমেদ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহিম হোসেন, যুগ্ম গবেষণা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল রহমান অপু প্রমুখ। এবারের ঈদ বস্ত্রের মধ্যে ছিলো টুপি, পাঞ্জাবি ও লুঙ্গী।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে নেস্ট। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রহীঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট ও রোদে ছাতা বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষ রোপন, বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি।

ঈদ বস্ত্র বিতরণের নিউজ লিংক:-