জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে নেস্টের শোক প্রকাশ

0
6

রিদওয়ান আহমেদ: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এর মৃত্যুতে আমরা নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত।

আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শিনোজা আবে-কে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কারসহ হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, আজ জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। চিকিৎসকদের প্রায় সাড়ে ৪ ঘণ্টা সর্বোচ্চ চেষ্টার পরও জাপানের গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে আর বাঁচানো যায়নি।

৬৭ বছর বয়সী আবে জাপানে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইতিমধ্যে আবের হত্যাকারীকে শনাক্ত করেছে জাপানি গণমাধ্যম।

সন্দেহ করা হচ্ছে, তিনি জাপানের নারা শহরের বাসিন্দা। তার নাম তেতসুয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর। তিনি দেশটির নৌবাহিনীর জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক সদস্য বলে জানা গেছে।

তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনো এটি নিশ্চিত করেনি।

১৯৩০ এর দশকের পর জাপানে এই প্রথম কোনো বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো।

জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ।