নেস্ট মানবতার কল্যাণে নিয়জিত, মানব সেবায় তৃপ্তি পায় নেস্ট। রক্ত দানের ক্ষেত্রে নেস্ট রোগীর প্রতিনিধিদের থেকে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করে না। বরং রক্ত গ্রহিতা (রোগী) বা তাদের আত্মীয়ের ডাকে সাড়া দিয়ে রক্তদাতাকে নিয়ে রক্ত দিতে যাওয়া-আসার ভাড়া এবং রক্ত দেয়ার পর রক্তদাতার ডাব/ডিম/জুস ইত্যাদির ব্যয়ও নেস্ট পরিবার নিজেই বহন করে থাকে।টাকার জন্য নয়, মানুষের দোয়া-ভালোবাসার মাধ্যমে আল্লাহ ও আল্লাহর রাসুলের সন্তুষ্টির জন্যই (সাধ্যমত) নেস্ট রক্তদাতারা ছুটে যায় দিবা-রাত্রি।