আল্লামা নুরুল ইসলাম হাশেমী’র মৃত্যুতে নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত

0
93

ইমামে আহলে সুন্নাত খ্যাত পীরে কামেল আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
আজ মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ও উপমহাদেশে অতুলনীয় ইমামের মৃত্যুতে আমরা নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত।
আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন, আমিন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, গত ৩০ মে আল্লামা হাশেমী হুজুরকে ভর্তি করানো হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। আইসিইউ সাপোর্টও দিয়েছিলাম আমরা। মঙ্গলবার (২ জুন) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কাজী আল্লামা নুরুল ইসলাম হাশেমীর বাড়ি চট্রগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বটতলা এলাকায়।

ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর নামাজে জানাজা রাত ৯টায় নগরের জালালাবাদ (অক্সিজেন মোড়ের উত্তরে) দরবারে হাশেমীয়া আলিয়া শরিফে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।