Home Blog

Common Green Turtle

0

Education provides children with opportunities to escape poverty, gain a voice in their community and experience a better quality of life. But worldwide, more than 120 million children are unable to attend school.

Pellentesque ut porta libero. Curabitur non auctor nisi. Maecenas turpis diam, egestas eget dictum id, condimentum nunc. Fusce tempor in purus sed mattis. Nulla cursus eleifend eros sit amet tempor. Donec nisl lacus, ornare sed velit id, accumsan feugiat est. Mauris bibendum libero ac luctus tincidunt.

Suspendisse potenti. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Donec neque nisi, facilisis id nulla ut, laoreet hendrerit elit. Suspendisse ligula ipsum, rhoncus et facilisis lobortis, vulputate sit amet turpis. Pellentesque ut porta libero. Curabitur non auctor nisi. Maecenas turpis diam, egestas eget dictum id, malesuada condimentum nunc. Fusce tempor in purus sed mattis. Nulla cursus eleifend eros sit amet tempor. Donec nisl lacus, ornare sed velit id, accumsan feugiat est. Mauris bibendum libero ac luctus tincidunt.

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নেস্টের শোক

0

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমরা নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোর‍্যাল ক্যাসলে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।
তার মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র চার্লস।

জরুরি নোটিশ

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাইতেছে যে, রূপগঞ্জ কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং কাজের অগ্রগতির লক্ষ্যে আগামী ৯ই সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে পিতলগঞ্জ কাচারি স্কুল সংলগ্ন মাঠে নেস্টের জরুরি সভা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এ দিন নতুন করে রূপগঞ্জ থানা কমিটিরও গঠন করা হবে।

এমতাবস্থায় উক্ত সভায় উপস্থিত থেকে যথাযথ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।

ধন্যবাদান্তে
রিদওয়ান আহমেদ
মহাসচিব, নেস্ট
০১৭১৭-১৮১৬৭২

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকীতে নেস্টের শ্রদ্ধা জ্ঞাপন

0

রিদওয়ান আহমেদ: আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের ২৭ই আগস্ট (১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র) এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট

এছাড়া আজ সকাল থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নজরুলচর্চাকেন্দ্রিক বিভিন্ন সংগঠন, দেশের প্রধান রাজনৈতিক সংগঠনগুলোসহ ব্যক্তিপর্যায় থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা সৌধে ফুল দেওয়ার পাশাপাশি প্রাঙ্গণে আবৃতি, গান, কবির স্মৃতিচারণাসহ বিভিন্ন পরিবেশনা করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ সালের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।

জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন।

জাতীয় শোক দিবসে নেস্টের শ্রদ্ধা

0

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরে বাসভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
আমরা নেস্ট পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শহীদ সকল সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন এই দোয়াই করছি।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

নেস্টের ঈদ শুভেচ্ছা

0

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় আসে কুরবানির ঈদ। এই শিক্ষা জীবনে প্রতিফলিত হলে সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি এই প্রত্যাশায় নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’র মৃত্যুতে নেস্টের শোক প্রকাশ

0

রিদওয়ান আহমেদ: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এর মৃত্যুতে আমরা নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত।

আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শিনোজা আবে-কে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কারসহ হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, আজ জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। চিকিৎসকদের প্রায় সাড়ে ৪ ঘণ্টা সর্বোচ্চ চেষ্টার পরও জাপানের গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে আর বাঁচানো যায়নি।

৬৭ বছর বয়সী আবে জাপানে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। তিনি ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইতিমধ্যে আবের হত্যাকারীকে শনাক্ত করেছে জাপানি গণমাধ্যম।

সন্দেহ করা হচ্ছে, তিনি জাপানের নারা শহরের বাসিন্দা। তার নাম তেতসুয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর। তিনি দেশটির নৌবাহিনীর জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক সদস্য বলে জানা গেছে।

তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনো এটি নিশ্চিত করেনি।

১৯৩০ এর দশকের পর জাপানে এই প্রথম কোনো বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো।

জাপানে বন্দুক সহিংসতার ঘটনা বিরল। কেননা, দেশটিতে হ্যান্ডগান নিষিদ্ধ।

পবিত্র হজ আজ, হাজীদের সাথে আমাদেরও ক্ষমা করুন!

0

আজ শুক্রবার পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজে অংশ নেওয়া মুসল্লিরা।

আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির কণ্ঠে আজ ধ্বনিত হবে “লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈকা লা শারীকা লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা।’’

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

“আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি আপনার কাছে হাজির। আপনার কোন শরীক নেই আমি আপনার কাছে হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব আপনারই আপনার কোন শরীক নেই।”

ইয়া রাব্বুল আলামীন, আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের সাথে তুমি আমাদেরও ক্ষমা করে দিও এবং জীবনে একবার হলেও হজ্জ্বে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ ও নূর নবীজির রওজা মোবারক জিয়ারত করা তৌফিক দিও, আমিন।

অসহায় দুস্তদের মাঝে খাবার বিতরণ করেছে নেস্ট

0

নেস্ট: অসহায় গরীব, দুস্থ, পথশিশুদের মধ্যে ১০০ প্যাকেট খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নেস্ট’।

আজ ২৫ জুন শনিবার রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা, শহীদ ফারুক সড়ক, সায়েদাবাদ বাস টার্মিনাল, গোলাপবাগ বিশ্বরোড, ধলপুর, বিবির বাগিচা এলাকায় ঘুরে ঘুরে অসহায় গরীব মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন সংগঠনের সদস্যরা।

কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের খাবার বিতরণীয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করা হয়েছে। খাবার আইটেম হিসেবে ছিল মুরগী দিয়ে রান্না করা বিরিয়ানী। কেন্দ্রীয় সদস্য সুমাইয়া ফেরদৌসির একক অনুদানে আজকের খাবার বিতরণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে।

নেস্টের মহাসচিব রিদওয়ান আহমেদ জানান, নেস্ট একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে একটি হচ্ছে অসহায় দুস্তদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা, যা আজ ছোট পরিসরে হলেও করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, এখন আমরা প্রতি মাসের শেষ শুক্রবার (একদিন) খাবার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। যা আস্তে আস্তে দৈনিকে নিয়ে আসার পরিকল্পনাও আছে। আমি সকলের সহযোগীতা কামনা করছি, যার যার অবস্থান থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। আমরা আমাদের নেক ইচ্ছা নিয়ে আগাচ্ছি, দেখি মহান আল্লাহ তায়ালা কি করেন।

উল্লেখ্য, ২০১৭ প্রতিষ্ঠিত হয় নেস্ট। ‘এ জার্নি ফর হিউমিনিটি’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রোহীঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট এবং গরমে ছাতা বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে রক্তদান ইত্যাদি।

পদ্মা সেতু বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে নেস্টের শুভেচ্ছা

0

দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রকে ডিঙিয়ে বাঙালি জাতির মুকুটে লেগেছে আরেকটি গর্বের পালক। দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবায়িত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু।

গৌরবময় এ অর্জনে নেস্ট পরিবার এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ ২৫ জুন শনিবার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যুরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।