Sunday, October 1, 2023
Home Blog

Organizing Secretary

Md.Billal Hossain
(Organizing Secretary)
engineerbillalsaj@omail.ai

Hi,
I am Md. Billal Hossain. I have completed graduation and post-graduation from Bangladesh Open University. My birthplace is a remote area of Muradnagar Upazila of Comilla District. I am a successful insurance worker and businessman. I am relentlessly working for the welfare of the backward people of society to eliminate unemployment and achieve financial prosperity through Sonali Life Insurance, which has created an unprecedented example of trust and confidence in the insurance sector of Bangladesh. I have a blood-warming love in my heart for all.

Legal Adviser

Abdullah Al Mamun (Rashed)
(Legal Adviser)

Advocate at Dhaka Judge Court
Blood Group is ‘B Positive’.
Educational Qualification is ‘LL.M’.
He was Born in Narayanganj District

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এম.এস পাশ করায় নেস্টের শুভেচ্ছা

0

স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট কেন্দ্রীয় পরিষদ এর সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মীর শরীফুল আলম ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারিতে এম.এস পাশ করার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক হলেন।
এর মাধ্যমে মুখের ক্যান্সার, ক্ষত, টিউমার ও চোয়ালের আঘাতজনিত সমস্যার রোগিদের বিশেষায়িত সেবা দেয়া সম্ভব হবে।
আমরা নেস্ট পরিবার তার এ অর্জনে আনন্দিত। আমরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনা করছি।

মীর শরীফুলকে নেস্টের শুভেচ্ছা

0

৪১তম বিসিএসে Asst.Dental Surgeon পদে, BCS CADRE হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় নেস্ট কেন্দ্রীয় পরিষদ এর সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক Dr. Meer Shariful Alam কে নেস্ট পরিবার এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এতিমদের সাথে নেস্টের ইফতার

রোজ রবিবার ১৭তম রমজান দক্ষিণ গাজীরচট (শতাব্দীনগর) আশুলিয়া, সাভার, ঢাকায় অবস্থিত মারকাযুল উলূম মাদ্রাসা ও রোকসানা বাহার আনোয়ার এতিমখানা এর ৩০ জন এতিম ছাত্র ও শিক্ষকসহ মোট ৪০ জন কে ইফতার করালো নেস্ট পরিবার।
আইটেম ছিল বিরিয়ানি, শরবত, পেয়ারা, খেজুর, কলা, তরমুজ, শশা, নেবু ইত্যাদি।

কিডনি রোগীকে রক্ত দিলেন নেস্ট সদস্য

আলহামদুলিল্লাহ্। ইউএস বাংলা মেডিকেল কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ – এ কিডনি জটিলতার একজন মুমূর্ষু মহিলা রোগীকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছায় আমাদের ‘নেস্ট রূপগঞ্জ’ নারায়ণগঞ্জের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন মিয়া (১৭/০৫/২০২৩ তারিখে), সহ-প্রচার সম্পাদক মোঃ রানা মিয়া (১৬/০৫/২০২৩ তারিখে) ও সদস‍্য প্রদীপ দাস (১৮/০৫/২০২৩ তারিখে)।

প্রত‍্যেকে এক ব‍্যাগ করে B+ (বি পজিটিভ) রক্ত প্রদান করেন। অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।

ভাষা শহীদদের প্রতি নেস্টের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

0

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশন বসে। ইউনেসকোর সেই সভায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়। ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। ঠিক পরের বছর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

নেস্ট পরিবার এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা

শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট

প্রতি বারের ন্যায় এবারও চলমান এই শীতে সম্প্রতি রাজধানী ঢাকা, সাভার ও নারায়নগঞ্জের ফুটপাতে শুয়ে থাকা অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।

নেস্টের উদ্যোগে ঢাকা, সভার ও নারায়নগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

রিদওয়ান আহমেদ: প্রতি বারের ন্যায় এবারও চলমান এই শীতে সম্প্রতি রাজধানী ঢাকা, সাভার ও নারায়নগঞ্জের ফুটপাতে শুয়ে থাকা অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় পর্ষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ তোরার নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানার জল্লারপাড়, চাষাড়া, নিতাইগঞ্জ এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
রাজধানী ঢাকায় মহাসচিব রিদওয়ান আহমেদের নেতৃত্বে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক, বিবির বাগিচা, শহীদ ফারুক সড়ক, সায়েদাবাদ এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা অসহায় শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, নুসরাত জেবা আনিকা প্রমুখ।
এদিকে সাভার এলাকায় সিনিয়র যুগ্ম মহাসচিব আফসানা জামান মিমির নেতৃত্বে সাভার আশুলিয়া থানার বিশ মাইল, নবিনগর এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলেদেন আবু সালেহ মাহমুদ (আবির), মাহেনুর রহমানসহ আরো অনেকে।

বড়দিনের শুভেচ্ছা

0

নেস্ট পরিবার এর পক্ষ থেকে সকল খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাই-বোনদের জনাই বড় দিনের শুভেচ্ছা ও অভিনন্দন “শুভ বড়দিন”