Home Blog Page 3

নেস্টের নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন

0

নেস্ট ডেস্ক: সকলেরই এই কাঁটায় ভরা ১৪২৭ এর সঙ্গে কিছু ভালো এবং কিছু খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু এখন ১৪২৭ কে বিদায় জানিয়ে ১৪২৮ কে বরণ করার সময় চলে এসেছে। নতুন নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
শুভ হোক নতুন বছরের প্রতিটা মূহূর্ত এবং বিশ্ব হোক করোনা মুক্ত এই প্রত্যাশায় নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে জানাই বাঙলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ‘শুভ বাঙলা নববর্ষ ১৪২৮’।

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় নেস্টের শোক প্রকাশ

0

নেস্ট ডেস্ক: নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাফিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী অর্ধশতযাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত।
এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন নিহতদের জান্নাতের উচ্চ মকাম দান করেন এবং ঘাতক কোস্টার জাহাজ এসকে-৩ এর চালকসহ সংশ্লিষ্টদের দ্রুত আটক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে চলাচলরত যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয় এসকে–৩ জাহাজটি। প্রায় ২০০ ফুট সামনে টেনে নিয়ে লঞ্চটিকে ডোবায় জাহাজটি। এ সময় লঞ্চের যাত্রীরা অনেকেই লাফিয়ে প্রাণ রক্ষা করেন। তবে ভেতরে আটকা পড়েন বেশকিছু যাত্রী। যাদের মৃত্যু হয় শীতলক্ষ্যার বুকেই।
দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় জাহাজটি। এ ঘটনায় ২৭টি লাশ উদ্ধারের পর আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও এখনও খোঁজ মেলেনি ঘাতক জাহাজটির। তবে প্রশাসন জানিয়েছে, জাহাজটি ধরতে অভিযান অব্যাহত রেখেছে তারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে নেস্ট`র শুভেচ্ছা

0

নেস্ট ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

৫০ বছর আগে র্দীঘ ৯ মাসের একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। এ বছর আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন—একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র।
আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস—স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহিদের আত্মদান আর ২ লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাথা, গণবীরত্বের ইতিহাস।

রাজধানীতে নেস্ট এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

0

নেস্ট ডেস্ক: রাজধানীর ঢাকার অলি-গলি ও রাস্তার পাশে শুয়ে থাকা সহায়-সম্বলহীন শীতার্ত গরীব-অসহায়, দুস্ত, পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কামরাঙ্গীরচর থানা কমিটির উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচর মাদবর বাজার থেকে শুরু করে ইসলাম বাগ, লালবাগ, আজিমপুর, কাটাবন, শিকশন, ধানমন্ডি ও কলাবাগান এলাকায় ঘুরে ঘুরে ফুটপাতে শুয়ে থাকা অসহায় অর্ধশত শীতার্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এই হাসির জন্যই নেস্ট এর পথচলা..

থানা কমিটির সভাপতি আরফিন হাসান লিমন এর সভাপতিত্বে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কমিটির প্রধান উপদেষ্টা হাফেজ মোহাম্মদ কামরুল হাসান।
যথার্থ ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দিতে রাতে সময়টা বিতরনের জন্য বেছে নেয়া হয়েছে, যা গভীর রাত পর্যন্ত চলমান ছিলো।

উক্ত কর্মসূচিতে কামরাঙ্গীরচর থানা কমিটির মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন সুমন খান, তাসমির আহমেদ রুবেল, মো: মাসুদ, মোখলেছুর রহমান, মারুফ, শাহ আলম, গাজী মো: কাউছার মাহমুদ, আবু সাইদ সুমন, মো: তুষার আহম্মেদ, ইমন, হৃদয় প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে নেস্ট। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ইত্যাদি।

নেস্টের নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন

0

নেস্ট ডেস্ক: নতুন শতাব্দীর দু-দশক শেষ হয়ে তৃতীয় দশকে চলে এসেছি, ২০২০ শেষ হয়ে ২০২১ এর পালা। করোনার প্রকোপ, একের পর এক মৃত্যু, হতাশা, প্রিয় জন হারানোর বেদনা। তবে সব গ্লানি ভুলে এবার নতুন বছর কে বরণ করে নেওয়ার পালা। নতুন দৃষ্টিভঙ্গি, নতুন আত্মবিশ্বাসে হাসি ভালোবাসা দিয়ে নতুন বছরকে আলিঙ্গন করে নেওয়ার এই তো সময়।

পুরোনো দিনের সকল গ্লানি, হতাশা, শোক-তাপ, বেদনা, অপ্রাপ্তি, আক্ষেপ ও অপূর্ণতাকে পিছনে ফেলে নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময়। করোনা মুক্ত হোক গোটা বিশ্ব। অন্ধকার ঠেলে, সকল ভয় জয় করার মানসে নতুন করে জেগে উঠবে সবাই এটাই প্রত্যাশা।
নতুন বছর সবার জন্য আশীর্বাদ বয়ে আনুক এই কামনায় নেস্ট পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। ‘হ্যাপি নিউ ইয়ার ২০২১’, নববর্ষ বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

নেস্টের শীতবস্ত্র বিতরণে কামরাঙ্গীরচর কমিটি করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0

নেস্ট ডেস্ক: চলমান শীতে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে নেস্ট এর কামরাঙ্গীরচর কমিটির করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদের চিলিঙ্ক রেস্তোরায় রাত ৮ টায় সভাটি অনুষ্ঠিত হয়।
কামরাঙ্গীরচর কমিটির প্রধান উপদেষ্টা হাফেজ মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রিদওয়ান আহমেদ।

মজাদার

সভায় কামরাঙ্গীরচর/লালবাগ কমিটির সদস্য প্রতি মাথা পিছু এক হাজার টাকা করে ধার্য্য করা হয়েছে। ৩০ ডিসেম্বর রোজ বুধবার থেকে শীতবস্ত্রের জন্য তহবিল সংগ্রহ শুরু করা হবে, যা আগামী ১০ই জানুয়ারী ২০২১ পর্যন্ত চলমান থাকবে।উক্ত সময়ের মধ্যে প্রত্যেক সদস্যকে মো: সুমন খান, আরফিন হাসান লিমন অথবা ০১৭১২-২৮৬০৪২ নাম্বারে নগদ/বিকাশ করে দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

উক্ত সভায় কামরাঙ্গীরচর কমিটির প্রধান কর্মকর্তাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মো: আরফিন হাসান লিমন, মো: সুমন খান, তাসমির আহমেদ রুবেল, মো: মাসুদ, মো: মোখলেছুর রহমান প্রমুখ।

(সভা শেষে ডিনার পার্টির আয়োজন করা হয়, যার খরচ সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে উপস্থিত সদস্যগণ বহন করেন। সভা শেষে বা সভায় খাওয়া দাওয়াতে কখনও ফান্ড থেকে কোন টাকা ব্যয় করা হয় না)

বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি নেস্টের শ্রদ্ধা জ্ঞাপন

0

আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়ায়ের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নিয়ে মাথা নত করে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য অস্ত্র সমর্পণ করেছিল বাঙালি জাতির বীর মুক্তিযোদ্ধাদের কাছে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।
৪৯ বছর আগে এক সাগর রক্তের বিনিময়ে এই ১৬ই ডিসেম্বরে এসেছিল বাংলার স্বাধীনতা। বিজয়ের ৪৯ বছর পেরিয়ে এবার ৫০তম বিজয় দিবস।

বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা।

মহান বিজয় দিবসে নেস্ট পরিবার এর পক্ষ থেকে সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছি সেইসব বীর সেনানীকে, যাঁরা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেশ উপহার দিয়েছেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জ্ঞাপন করছি।

কোটি মানুষের স্বপ্ন জোড়া লেগেছে আজ, স্বপ্নের সেতু দৃশ্যমান

0

কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাওয়ার জন্য নেস্ট পরিবার এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। যুক্ত হলো প্রমত্তা পদ্মার দুই পাড়। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে বাস্তব রূপ পেলো পুরো পদ্মা সেতু। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা ২ মিনিটে সেতুর সর্বশেষ এই স্প্যানটি বসে। ২-এফ আইডির এই স্প্যান বসানোর পরই যুক্ত হলো মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলা। পদ্মা সেতুর পিয়ার-১২ ও পিয়ার-১৩ নম্বরে শেষ স্প্যানটি বসানো হয়। সর্বশেষ স্প্যানটি বসানোর পর সেতুর পুরো ছয় দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হলো।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এরপর একে একে নানা বাধা পেরিয়ে ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে তিন বছর দুই মাস ১০ দিনে সেতুর সব স্প্যান বসানোর কাজ শেষ হয়।

মূল সেতুর দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে এক হাজার ২৮৫টি এবং দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে এক হাজার ৯৩০টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪টি সুপার-টি গার্ডারের মধ্যে ৩১০টি স্থাপন করা হয়েছে।

প্রকল্পের সর্বমোট বাজেট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। ৪ ডিসেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে ২৪ হাজার ১১৫ দশমিক ০২ কোটি টাকা; অর্থাৎ ৭৯ দশমিক ৮৯ ভাগ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ দশমিক ৫০ ভাগ।

এখনও সেতুর আরও কিছু কাজ বাকি আছে। যেমন−রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, সুপার-টি গার্ডার বসানো। স্ল্যাবের ওপর পিচ ঢালাইয়ের কাজ, আলোকসজ্জা, ল্যাম্পপোস্ট বসানোর কাজ করতে হবে। সব মিলিয়ে যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করতে আরও এক বছর লাগতে পারে। তবে স্প্যান বসানো শেষে পদ্মা সেতুর বাকি কাজ শেষ হতে আর ১০ মাস সময় লাগবে বলে সম্প্রতি জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রক্তদানে অভয় রুহুল আমিন

0

রিদওয়ান আহমেদ: “ঝর-বৃষ্টি, করোনা, কোন কিছুই ভয় করি না। রক্তদানে অভয়, জীবন বাচাতে রক্ত দিতে হয়।”
এমন শ্লোগানে বিশ্বাসী হয়েই ৭তম বারের মত রক্ত দিয়ে রোগীর জীবন বাচাতে অগ্রণী ভূমিকা রাখলেন নেস্ট এর নিবন্ধিত রক্তদাতা মোহাম্মদ রুহুল আমিন। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি কিডনি জনিত রোগে আক্রান্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাচাতে ছুটে গেছেন তিনি। রোগীর এতটাই রক্ত সল্পতা ছিলো যে, পরীক্ষা করার জন্যও রোগী থেকে নেয়ার মত রক্ত তাহার শরীরে ছিল না।
সংবাদ পাওয়ার সাথে সাথেই ছুটে গেলেন হাসপাতালে, দিলেন এক ব্যাগ এ পজেটিভ রক্ত।
আমরা নেস্ট পরিবার রুহুল আমিন সহ আমাদের সকল রক্তদাতাদের উদারতায় গর্বিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি।
আমাদের রক্তদাতারা কখনো কোন রোগী বা রোগীর পরিবারের কোন সদস্য থেকে রক্তদানের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করেন না। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। বিনিময়ে শুধু দোয়াটাই চেয়ে থাকেন।
চাইলে আপনি হতে পারেন নেস্ট পরিবারের একজন সদস্য। হতে পারেন রুহুল আমিনের মতো মানব সেবার অভয় যোদ্ধা।

রক্তদানে অতি উৎসাহি ভুমিকায় ফখরুল

0

রিদওয়ান আহমেদ: আবারও মানবতার পরিচয় দিলেন নেস্ট এর রক্তদাতা মো: ফখরুল ইসলাম (২৫)।গত ২৩ অক্টোবর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত একজন রোগীকে স্বেচ্ছায় রক্ত দিয়ে তার জীবন বাচাতে অগ্রনী ভুমিকা রাখলেন তিনি। যেখানে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রক্তদানে বেশির ভাগ মানুষই নিরউৎসাহি ভুমিকা দেখায়, সেখানে নিতান্তই রক্তদানে অতি উৎসাহি ভুমিকায় আর্বিভাব হচ্ছেন ফখরুল।
মো: ফখরুল ইসলাম এ নিয়ে মোট ৮ বার অন্যের জীবন বাচাতে রক্ত দিয়েছেন। আমরা নেস্ট পরিবার ফখরুল ইসলাম সহ আমাদের সকল রক্তদাতাদের উদারতায় গর্বিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি।
আমাদের রক্তদাতারা কখনো কোন রোগী বা রোগীর পরিবারের কোন সদস্য থেকে রক্তদানের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করেন না। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। বিনিময়ে শুধু দোয়াটাই চেয়ে থাকেন।
চাইলে আপনি হতে পারেন নেস্ট পরিবারের একজন সদস্য। হতে পারেন ফখরুল ইসলামের মতো মানব সেবার অভয় যোদ্ধা।

থ্যালাসেমিয়া (Thalassemia) রক্তের একটি রোগ যা সাধারনত বংশগতভাবে ছড়ায়। এই রোগে আক্রান্ত রোগীর রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিনের উপস্থিতি কম থাকে। থ্যালাসেমিয়া মৃদু এবং তীব্র দুরকমের হতে পারে। এক-দুই বছরের শিশুর ক্ষেত্রে, ভালভাবে চিকিৎসা না করলে এটি শিশুর মৃত্যুর কারণও হতে পারে। প্রতিবছর পৃথিবীতে প্রায় ১ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা অ্যানিমিয়া রোগে ভুগে থাকেন। মৃদু থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, অনেক সময় চিকিৎসার তেমন প্রয়োজন হয় না। অপরদিকে তীব্র থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগীকে নিয়মিত রক্ত দিতে হয়।

থ্যালাসেমিয়া কেন হয়?
থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। সাধারনত ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া হয়। বাবা এবং মা উভয়ের অথবা বাবা অথবা মা যেকোনো একজনের থ্যালাসেমিয়া জীন থাকলে, এটি সন্তানের মধ্যে ছড়াতে পারে। বাবা এবং মা উভয়ের থ্যালাসেমিয়া জীন থাকলে, সেক্ষেত্রে শিশুর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শতকরা ২৫ ভাগ।