ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে নেস্ট’র শুভেচ্ছা

0
72

রিদওয়ান আহমেদ: বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে। নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ‌‌‍’ঈদ মোবারক।’
ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ। জীবনের প্রতিটা মহূর্ত হোক সুখময়।
আল্লাহর সন্তুষ্টির লক্ষে জবেহ কৃত কুরবানীর পশুর রক্তের সাথে মহামারী করোনাও ধুয়ে মুছে যাক, বাংলাদেশ হোক কোভিড-১৯ মুক্ত একটি দেশ, আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এটাই আমাদের প্রার্থনা।
মহান আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানীকে কবুল করেন এবং আমাদের সকলকে সকল প্রকার বালা মছিবত থেকে হেফাযত করেন, আমিন।
ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণ তথা আর্তমানবতার কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।