জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম হওয়ায় নেস্টের শুভেচ্ছা জ্ঞাপন

0
92

জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে ফের বাংলাদেশের প্রথম স্থান অর্জনে নেস্ট পরিবার অনেক আনন্দিত এবং গর্বিত। এ অর্জনে নেস্ট পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী হিসেবে অংশ নিয়ে যারা বহির বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, জাতিসংঘের শান্তি মিশনে শান্তিরক্ষী পাঠিয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়ে বিশ্বে শান্তি রক্ষায় অবদান রেখে চলেছে।