জাতীয় কবির ১২৩ তম জন্মবার্ষিকীতে নেস্ট’র শ্রদ্ধা

0
130

আজ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। জাতীয় কবির জন্মবার্ষিকীতে নেস্ট পরিবার এর পক্ষ থেকে রাসূল প্রেমী এ কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। মহান আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন এই দোয়াই করছি।

এ বছরেই পূর্ণ হয়েছে তার কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ। বরাবরের মতো সারা দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্‌যাপিত হচ্ছে নজরুলজয়ন্তী।

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের আগুন জ্বালালেও প্রেমময় নজরুল হিমালয়ের মতোই শুভ্র। তাইতো তিনি দ্রোহ ও প্রেমের কবি। বাংলা সাহিত্যের গতিপথ পাল্টে বিদ্রোহ-প্রতিবাদ-প্রতিরোধের ধারা তৈরি করেন তিনিই। সাম্য, মানবতার বাণীও স্পষ্ট নজরুলের সাহিত্যকর্মে।

ইসলামি সঙ্গীত বা গজল এর জন্মদাতা নজরুল। তিন হাজারের ওপর গান রচনা ও সুর করেছেন। গবেষকরা বলছেন, অস্থির বিশ্বে নজরুলের গানই তৈরি করতে পারে অসাম্প্রদায়িক সমাজ।

জটিল রোগে আক্রান্ত হয়ে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন হন কাজী নজরুল ইসলাম। ১৯৭৬ সালে একুশে পদক পান তিনি। ঐ বছরের ২৯ আগস্ট চলে যান না ফেরার দেশে।