নেস্টের নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন

0
106

নেস্ট ডেস্ক: নতুন শতাব্দীর দু-দশক শেষ হয়ে তৃতীয় দশকে চলে এসেছি, ২০২০ শেষ হয়ে ২০২১ এর পালা। করোনার প্রকোপ, একের পর এক মৃত্যু, হতাশা, প্রিয় জন হারানোর বেদনা। তবে সব গ্লানি ভুলে এবার নতুন বছর কে বরণ করে নেওয়ার পালা। নতুন দৃষ্টিভঙ্গি, নতুন আত্মবিশ্বাসে হাসি ভালোবাসা দিয়ে নতুন বছরকে আলিঙ্গন করে নেওয়ার এই তো সময়।

পুরোনো দিনের সকল গ্লানি, হতাশা, শোক-তাপ, বেদনা, অপ্রাপ্তি, আক্ষেপ ও অপূর্ণতাকে পিছনে ফেলে নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময়। করোনা মুক্ত হোক গোটা বিশ্ব। অন্ধকার ঠেলে, সকল ভয় জয় করার মানসে নতুন করে জেগে উঠবে সবাই এটাই প্রত্যাশা।
নতুন বছর সবার জন্য আশীর্বাদ বয়ে আনুক এই কামনায় নেস্ট পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। ‘হ্যাপি নিউ ইয়ার ২০২১’, নববর্ষ বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।