নেস্টের নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন

0
108

নেস্ট ডেস্ক: সকলেরই এই কাঁটায় ভরা ১৪২৭ এর সঙ্গে কিছু ভালো এবং কিছু খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু এখন ১৪২৭ কে বিদায় জানিয়ে ১৪২৮ কে বরণ করার সময় চলে এসেছে। নতুন নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
শুভ হোক নতুন বছরের প্রতিটা মূহূর্ত এবং বিশ্ব হোক করোনা মুক্ত এই প্রত্যাশায় নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে জানাই বাঙলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ‘শুভ বাঙলা নববর্ষ ১৪২৮’।