Home > সংবাদ > নেস্টের রমজানুল মোবারকের শুভেচ্ছা জ্ঞাপন

নেস্ট ডেস্ক: আহলান সাহলান মাহে রামাদান! বিশ্বের সকল মুসলিম ধর্মাবলম্ভী ভাই-বোনসহ জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে নেস্ট পরিবার এর পক্ষ থেকে জানাই পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তায়ালা যেন এই পবিত্র মাসের উসিলায় আমাদের সকলকে তথা বিশ্বকে মহামারি করোনা থেকে মুক্তি দান করেন।
বছরের ১২ টি মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে এই পবিত্র রমজান মাস। এ মাসের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়। হারাম ছেড়ে দ্বীনের পথে আসার এক সঠিক মাধ্যম হলো পবিত্র এই মাসটি। তাই আমরা যেন সকল হারাম কাজ ছেড়ে সঠিক পথে আসতে পারি এবং রমজানুল মোবারকে সব কয়টি রোজা সহি সালামতে আদায় করতে পারি মহান আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন (আমিন)।