নেস্টের শীতবস্ত্র বিতরণে কামরাঙ্গীরচর কমিটি করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0
138

নেস্ট ডেস্ক: চলমান শীতে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে নেস্ট এর কামরাঙ্গীরচর কমিটির করণীয় নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফাবাদের চিলিঙ্ক রেস্তোরায় রাত ৮ টায় সভাটি অনুষ্ঠিত হয়।
কামরাঙ্গীরচর কমিটির প্রধান উপদেষ্টা হাফেজ মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রিদওয়ান আহমেদ।

মজাদার

সভায় কামরাঙ্গীরচর/লালবাগ কমিটির সদস্য প্রতি মাথা পিছু এক হাজার টাকা করে ধার্য্য করা হয়েছে। ৩০ ডিসেম্বর রোজ বুধবার থেকে শীতবস্ত্রের জন্য তহবিল সংগ্রহ শুরু করা হবে, যা আগামী ১০ই জানুয়ারী ২০২১ পর্যন্ত চলমান থাকবে।উক্ত সময়ের মধ্যে প্রত্যেক সদস্যকে মো: সুমন খান, আরফিন হাসান লিমন অথবা ০১৭১২-২৮৬০৪২ নাম্বারে নগদ/বিকাশ করে দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

উক্ত সভায় কামরাঙ্গীরচর কমিটির প্রধান কর্মকর্তাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মো: আরফিন হাসান লিমন, মো: সুমন খান, তাসমির আহমেদ রুবেল, মো: মাসুদ, মো: মোখলেছুর রহমান প্রমুখ।

(সভা শেষে ডিনার পার্টির আয়োজন করা হয়, যার খরচ সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে উপস্থিত সদস্যগণ বহন করেন। সভা শেষে বা সভায় খাওয়া দাওয়াতে কখনও ফান্ড থেকে কোন টাকা ব্যয় করা হয় না)