পৃথিবীর সকল বাবাদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের বাবাকেও নেক হায়াতসহ সুস্থ জীবন দান করেন এবং করোনাসহ সকল প্রকার বালা মছিবত থেকে রক্ষা করেন, আমিন।
বিশ্ব বাবা দিবসে নেস্ট পরিবার এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবাকে জানাই আন্তরিক ভালবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। পরম সুখে জীবন অতিবাহিত হোক তাদের।
একদিন নয়, বাবাদের প্রতি ভালবাস জানাতে বছরের প্রতিটা দিনই হোক বাবা দিবস, এটাই আমাদের আহ্বান।
জুন মাসের তৃতীয় রোববার, বিশ্ব বাবা দিবস। সে হিসেবে রোববার (২১ জুন) বিশ্বের প্রায় ৭৪টি দেশে পালিত হচ্ছে বাবা দিবস।
ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালে প্রথম বাবা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে ৫ জুলাই এই দিবস পালন করা হয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তত্কালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন জুন মাসের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্যাটেলাইট যুগের সুবাদে বাবা দিবস ঘটা করেই পালিত হচ্ছে।