Sunday, November 26, 2023
Homeসংবাদনেস্ট পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা 'ঈদ মোবারক'

নেস্ট পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও অভিনন্দন ‘ঈদ মোবারক’।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য ও নিষ্ঠার মধ্য দিয়ে উৎসবের আমেজে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৈশ্বিক করোনা পরিস্থিতির মধ্যেই যথাযথ সাবধানতা অবলম্বন করে ইসলাম ধর্মাম্বলীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে অংশ নিয়েছে পুরো দেশ। রমজানের শেষে এই ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে; সারা বিশ্বের মুসলমান এটি পালন করেন একটি খুশির উৎসব হিসেবে। কিন্তু এ বছর যখন এই উৎসব এসেছে, তখন সারা পৃথিবী কোভিড–১৯ মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

আমরা নেস্ট পরিবার দয়াময়, সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে এই প্রার্থনা জানাচ্ছি যে, হে আল্লাহ‌‌, তুমি আমাদের এই ঈদের উসিলাতে আমাদেরসহ আমাদের দেশকে শত্রুর শত্রুতা, প্রাকৃতিক দুযোর্গ, করোনাসহ সকল প্রকার বিপদ-আপদ থেকে রক্ষা করুন। বিশ্ব হউক করোনা মুক্ত। আমরা আপনারই করুণা ভিক্ষা প্রার্থনা করছি। আমাদের মনের নেক আশাগুলো পুরণ করুন, আমিন।

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments