রিদওয়ান আহমেদ: মহামারি করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব লন্ডভন্ড। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দুনিয়া। এর আচ এসে লেগেছে বাংলাদেশেও। কোভিড-১৯ এর সংক্রমন থেকে বাচতে ঘর বন্দি হয়ে আছে গোটা দেশ। নিজের সুস্থতা নিয়েই চিন্তিত সবাই, সেখানে অন্যের সুস্থতা নিয়ে চিন্তা করার সময় কোথায়? তারপরও কিছু মানুষ থাকে যারা নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের উপকারে নিজে ঝুকি নিতেও পরোয়া করে না। যারা অপরের উপকারে নিজে ঝুকি নিতেও ভয় পায় না, তাদের সারিতে নেস্ট এর রক্তদাতারাও কম নয়।
যেখানে মানুষ ঘরের বাহিরে বের হতেও ভয় পায়, সেখানে হাসপাতালে যাওয়ার তো প্রশ্নই আসে না। কারণ কার শরীরে করোনা আছে সেটা তো বলা যায় না, আর করোনা রোগীদেরও আনাগোনা হাসপাতালেই বেশি। এমন পরিস্থিতিতেও মানব সেবায় পিছ পা হয়নি নেস্ট এর রক্তদাতা মো: ফখরুল ইসলাম (২৫)। আজ সকালে কল পেয়েই ছুটে গেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ৯ বছর বয়সের এক রোগীকে রক্ত দিতে। মেয়েটি কিডনি রোগে আক্রান্ত। জরুরী ভিতিত্তে এক ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন ছিলো তার। তাই আর দেরি না করেই মেয়েটিকে বাচাতে ছুটে গেছেন হাসপাতালে, স্বেচ্ছায় দিলেন এক ব্যাগ রক্ত।
মো: ফখরুল ইসলাম এ নিয়ে মোট ৭ বার অন্যের জীবন বাচাতে রক্ত দিয়েছেন। আমরা নেস্ট পরিবার ফখরুল ইসলাম সহ আমাদের সকল রক্তদাতাদের উদারতায় গর্বিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি।
আমাদের রক্তদাতারা কখনো কোন রোগী বা রোগীর পরিবারের কোন সদস্য থেকে রক্তদানের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করেন না। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। বিনিময়ে শুধু দোয়াটাই চেয়ে থাকেন।
চাইলে আপনি হতে পারেন নেস্ট পরিবারের একজন সদস্য। হতে পারেন ফখরুল ইসলামের মতো মানব সেবার অভয় যোদ্ধা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.