শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় নেস্টের শোক প্রকাশ

0
99

নেস্ট ডেস্ক: নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাফিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী অর্ধশতযাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত।
এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন নিহতদের জান্নাতের উচ্চ মকাম দান করেন এবং ঘাতক কোস্টার জাহাজ এসকে-৩ এর চালকসহ সংশ্লিষ্টদের দ্রুত আটক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে চলাচলরত যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয় এসকে–৩ জাহাজটি। প্রায় ২০০ ফুট সামনে টেনে নিয়ে লঞ্চটিকে ডোবায় জাহাজটি। এ সময় লঞ্চের যাত্রীরা অনেকেই লাফিয়ে প্রাণ রক্ষা করেন। তবে ভেতরে আটকা পড়েন বেশকিছু যাত্রী। যাদের মৃত্যু হয় শীতলক্ষ্যার বুকেই।
দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় জাহাজটি। এ ঘটনায় ২৭টি লাশ উদ্ধারের পর আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও এখনও খোঁজ মেলেনি ঘাতক জাহাজটির। তবে প্রশাসন জানিয়েছে, জাহাজটি ধরতে অভিযান অব্যাহত রেখেছে তারা।