Tuesday, November 28, 2023
Homeসংবাদশীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় নেস্টের শোক প্রকাশ

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় নেস্টের শোক প্রকাশ

নেস্ট ডেস্ক: নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রাফিত আল হাসান নামে মুন্সিগঞ্জগামী অর্ধশতযাত্রী নিয়ে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় নেস্ট পরিবার গভীর ভাবে শোকাহত।
এ পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন নিহতদের জান্নাতের উচ্চ মকাম দান করেন এবং ঘাতক কোস্টার জাহাজ এসকে-৩ এর চালকসহ সংশ্লিষ্টদের দ্রুত আটক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

প্রসঙ্গত, গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কয়লাঘাট এলাকায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে চলাচলরত যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয় এসকে–৩ জাহাজটি। প্রায় ২০০ ফুট সামনে টেনে নিয়ে লঞ্চটিকে ডোবায় জাহাজটি। এ সময় লঞ্চের যাত্রীরা অনেকেই লাফিয়ে প্রাণ রক্ষা করেন। তবে ভেতরে আটকা পড়েন বেশকিছু যাত্রী। যাদের মৃত্যু হয় শীতলক্ষ্যার বুকেই।
দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় জাহাজটি। এ ঘটনায় ২৭টি লাশ উদ্ধারের পর আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও এখনও খোঁজ মেলেনি ঘাতক জাহাজটির। তবে প্রশাসন জানিয়েছে, জাহাজটি ধরতে অভিযান অব্যাহত রেখেছে তারা।

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments