Tuesday, November 28, 2023
Homeনেস্ট পরিচিতিনেস্ট সম্পর্কে কিছু কথা

নেস্ট সম্পর্কে কিছু কথা

সাংবাদিক রিদওয়ান আহমেদ

‘নেস্ট’ হচ্ছে অ-লাভজনক একটি দাতব্য সংগঠন। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ১৯ শে মে, ২০১৭ ইং সনে প্রতিষ্ঠিত হয়। এই চ্যারিটি সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ। তিনিই ১৯ শে মে ২০১৭ ইং থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৮ ইং পর্যন্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।

‘এ জার্নি ফর হিউমিনিটি’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রহীঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট এবং গরমে ছাতা বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে রক্তদান ইত্যাদি।
নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিগণ নেস্ট এর সদস্যপদ লভ করতে পারেন।

নেস্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য :-
(ক) সমাজ কল্যাণ মূলক কাজে প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবী তৈরি;
(খ) বিনামূল্যে পথকলি ও বয়স্কদের শিক্ষা ব্যবস্থা;
(গ) শিশু কল্যাণ ও যুব উন্নয়ণ সাধন;
(ঘ) মাদক ও নেশাদ্রব্য বিরোধী অভিযান;
(ঙ) দুঃস্থ ও অসহায়দের সাহায্য প্রদান;
(চ) যৌতুক ও বাল্য বিবাহ বিরোধী অভিযান;
(ছ) সমাজ বিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন কর্মসূচী;
(জ) নাগরিক দায়িত্ব জাগ্রত করার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা;
(ঝ) সামাজিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ সাধন;
(ঞ) অর্থের জন্য বিবাহ না দিতে পারলে সংস্থার অর্থে (সাদ্যমত) বিবাহের ব্যবস্থা করা;
(ট) দাফন, কাফন করতে ব্যর্থ গরীব মুসলমানের দাফন, কাফনের ব্যবস্থা করা;
(ঠ) শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ সাধন;
(ড) স্বদেশ প্রেম জাগ্রত করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ;
(ঢ) দুঃস্থ ও অসহায়দের মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ;
(ণ) বৃক্ষরোপন ও সবুজায়ন কর্মসূচী;
(ত) বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী;
(থ) বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কর্মসূচী;

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments