Thursday, September 28, 2023
Homeসংবাদপবিত্র হজ আজ, হাজীদের সাথে আমাদেরও ক্ষমা করুন!

পবিত্র হজ আজ, হাজীদের সাথে আমাদেরও ক্ষমা করুন!

আজ শুক্রবার পবিত্র হজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজে অংশ নেওয়া মুসল্লিরা।

আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির কণ্ঠে আজ ধ্বনিত হবে “লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈকা লা শারীকা লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা।’’

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

“আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি আপনার কাছে হাজির। আপনার কোন শরীক নেই আমি আপনার কাছে হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, অনুগ্রহ ও রাজত্ব আপনারই আপনার কোন শরীক নেই।”

ইয়া রাব্বুল আলামীন, আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের সাথে তুমি আমাদেরও ক্ষমা করে দিও এবং জীবনে একবার হলেও হজ্জ্বে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ ও নূর নবীজির রওজা মোবারক জিয়ারত করা তৌফিক দিও, আমিন।

RELATED ARTICLES
spot_img

Most Popular

Recent Comments