রক্তদানে অভয় রুহুল আমিন

0
97

রিদওয়ান আহমেদ: “ঝর-বৃষ্টি, করোনা, কোন কিছুই ভয় করি না। রক্তদানে অভয়, জীবন বাচাতে রক্ত দিতে হয়।”
এমন শ্লোগানে বিশ্বাসী হয়েই ৭তম বারের মত রক্ত দিয়ে রোগীর জীবন বাচাতে অগ্রণী ভূমিকা রাখলেন নেস্ট এর নিবন্ধিত রক্তদাতা মোহাম্মদ রুহুল আমিন। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি কিডনি জনিত রোগে আক্রান্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাচাতে ছুটে গেছেন তিনি। রোগীর এতটাই রক্ত সল্পতা ছিলো যে, পরীক্ষা করার জন্যও রোগী থেকে নেয়ার মত রক্ত তাহার শরীরে ছিল না।
সংবাদ পাওয়ার সাথে সাথেই ছুটে গেলেন হাসপাতালে, দিলেন এক ব্যাগ এ পজেটিভ রক্ত।
আমরা নেস্ট পরিবার রুহুল আমিন সহ আমাদের সকল রক্তদাতাদের উদারতায় গর্বিত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি।
আমাদের রক্তদাতারা কখনো কোন রোগী বা রোগীর পরিবারের কোন সদস্য থেকে রক্তদানের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহন করেন না। সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। বিনিময়ে শুধু দোয়াটাই চেয়ে থাকেন।
চাইলে আপনি হতে পারেন নেস্ট পরিবারের একজন সদস্য। হতে পারেন রুহুল আমিনের মতো মানব সেবার অভয় যোদ্ধা।