Home Blog Page 6

হে আল্লাহ! মাহে রামাদানের উসিলাতে আমাদের সকলকে করোনা থেকে রক্ষা করুন

0

দেশের আকাশে আজ (শুক্রবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে বাংলাদেশে পবিত্র রোজা শুরু।
আল্লাহ আমাদের সকলকে সহি শুদ্ধ ভাবে পবিত্র রমজান মাসের সব কটি রোজা, তারাবিহ আদায় করার তৌফিক দান করুন, একই সাথে এই পবিত্র মাসের উসিলাতে আমাদের সকলকে মহামারি করোনাসহ সকল প্রকার বালা মছিবত থেকে রক্ষা করুন, আমিন।
নেস্ট পরিবার এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রামাদান এর শুভেচ্ছা ও অভিনন্দন।

করোনা মুক্ত হোক বিশ্ব, নতুন বছরে এটাই প্রার্থনা

0

চৈত্র সংক্রান্তির মাধ্যমে ১৪২৬ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হলো নতুন বছর ১৪২৭। আজ সকালে ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।
স্বাভাবিকভাবেই সে স্বপ্ন, মহামারি করোনাভাইরাস মুক্ত নতুন বিশ্ব-নতুন বাংলাদেশ। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের করোনা মহামারি থেকে মুক্তির প্রত্যাশা নিয়েই নেস্ট পরিবার এর পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ। করোনাসহ সকল প্রকার মহামারি থেকে হেফাযতে থাকুক বিশ্ববাসি, নতুন বছরে এটাই আমাদের প্রার্থনা।

তথ্য গোপন রেখে ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছে নেস্ট

0

আর আহমেদ: মহামারি করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব লন্ডভন্ড। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দুনিয়া। এর আচ এসে লেগেছে বাংলাদেশেও। দেশে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালত, গণপরিবহন সবই বন্ধ। ফলে দুর্বিপাকে পড়েছেন অসহায়, দিনমজুর, রিক্সাচালক ও অসচ্ছল মানুষ। এই সময়টায় খাদ্য সংকটে পড়েছে অসচ্ছল মানুষেরা। যদিও ইতিমধ্যে সরকার ত্রাণ বিতরণ শুরু করেছেন। কিন্তু বেশি সমস্যায় পড়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি। যারা লোকলজ্জায় সরাসরি লাইনে দাড়িয়ে ত্রাণ সহায়তা নিতে চান না সেই রকম ১২০ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।

ত্রাণ গ্রহিতার তথ্য গোপন রেখেই আজ বৃহস্পতিবার (৯ই এপ্রিল) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিতরণ কার্য্য সম্পূর্ণ করেছেন তারা।

গোপনীয় ভাবে ত্রাণ বিতরণ সম্পর্কে নেস্ট এর মহাসচিব রিদওয়ান আহমেদ বলেন, আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা লোকলজ্জায় লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন। খাদ্য সংকট থাকা সত্বেও করো কাছে বলতে পারছেন না। আমরা খোজ নিয়ে সেই রকম ১২০ পরিবারের তালিকা তৈরি করি। পরে নেস্ট সদস্যদের স্বতঃফুর্ত সহযোগীতায় খাদ্যসামগ্রী ক্রয় এবং প্যাকেটিং করে আমাদের সদস্যের মাধ্যমেই তালিকাভুক্তদের বাসায় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। বেশি নেকের আশায় পবিত্র শবে বরাতের রাতটিকেই বিতরণের জন্য নির্বাচিত করেছি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ ও লবণ।

উক্ত কর্মসূচী বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতা করেছেন, সাহেদ কবির, সাজ্জাদ হোসেন, মেহের হাসান শাকিল, সামছুদ্দিন স্বপন, কামরুল হাসান ফয়সাল, মো: জাকির হোসেন, ফয়সাল রহমান অপু, হাসিব, এ্যাডভোকেট নাজনীন ইভা, রুম্পা আক্তার, মাহফুজা শাহনা তোরা প্রমুখ।

২০১৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের প্রাকৃতিক দুর্যোগসহ নানা ক্লান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটি।

শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

হিম হিম ঠান্ডা বাতাস শুরু হয়েছে। আসছে শীতের প্রকোপ। আর কিছুদিন বাদে রাজধানীসহ সারাদেশে শীত প্রকট আকারে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। আর যদি শৈত্যপ্রবাহ বয়ে যায় তবে সাধারণ দুঃখী মানুষের জনজীবন বিপন্ন হয়ে উঠবে। অসহায় গরিব মানুষ তখন খাবারের জন্য কাজে বেরুতে পারবে না। জীবন তাদের বিপন্নপ্রায় হয়ে উঠবে।
দরিদ্র দেশ হওয়ার কারনে প্রতি বছর কয়েক হাজার মানুষ শীতের কারনে নির্দয় মৃত্যুবরণ করে । এদের জন্য কি আমাদের কিছুই করার নেই? আমরা কি পারি না নিজেদের পকেট খরচ বাঁচিয়ে তাদের সাহায্য করতে ?
বেশি মানুষকে হয়তো সাহায্য করা সম্ভব না কিন্তু কয়েকজনকে তো সাহায্য করতে পারি? এখন না এগোলে আর কখন? প্রতিদিনই তো কত টাকাই দরকার ছাড়া খরচ করি। অন্তত এই শীতে চলেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেয়ার ব্যাবস্থা করি। আমাদের অনেকের ঘরেই পুরনো শীতবস্ত্র আছে যা ফেলে না দিয়ে দরিদ্রদের মাঝে বিতরণ করা যাবে। বিশ্বাস করেন আমাদের এই ফেলে দেয়া কাপড় পেয়ে তাদের মনে যে খুশি আসবে লাখ টাকা দিয়েও সে খুশি কেউ পাবে না। তাই আসেন এই শীতে শীতার্তদের পাশে দাড়াই। হাসি ফুটাই আমাদেরই ভাই-বোনদের মুখে।

বিগত বছর গুলোর ন্যায় এবারও রাজধানী ঢাকার অলি-গলি, ফুটপাতে খোলা আকাশের নীচে থাকা সহায়-সম্বল হীন শীর্তাত গরীব, অসহায়, দু:স্ত, পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘#নেস্ট’।
দুস্থ মানবতার সেবা ইসলামের অপরিহার্য বিধান। প্রতিষ্ঠালগ্ন থেকে ‘‍নেস্ট’ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সামর্থ্যানুযায়ী অসহায় দুস্থদের সাহায্যে পাশে দাঁড়িয়েছে। প্রচণ্ড শীতে কাঁপছে দেশ, আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ। তাই মানবিক ও ঈমানী দায়িত্বেই সহায় সম্বলহীন শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত কর্তব্য। আমরা দেশের বিভিন্ন জনপদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি বিশেষ অনুরোধ করছি।

ইসলাম ধর্মে দান বা সদকার গুরুত্ব অপরিসীম। দান করার জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই, সুন্দর ইচ্ছাই যথেষ্ট। দানের ফজিলত সম্পার্কে পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য বর্ণনা রয়েছে। যেমন- আল্লাহ তায়ালা ফরমান- যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার (সূরা বাকারাহ- ২৬২)
আলাল্লাহ তায়ালা আরো বলেন, শয়তান তোমাদের অভাব-অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, আর আল্লাহ তায়ালা দান করার বিনিময়ে ক্ষমা করা ও সম্পদ বৃদ্ধি করার ওয়াদা করেন। বস্তুত আল্লাহপাক সমৃদ্ধশালী, সর্বজ্ঞানী। (সূরা বাকারাহ- ২৬৮)
রাসূল (সা:) বলেছেন, নিশ্চয়ই দান-সদকা কবরের আজাব বন্ধ করে দেয়। আর কেয়ামতের দিন বান্দাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। (তাবরানি ও বায়হাকি)
অপর হাদিসে আছে যে, দান সম্পদ কমায় না, দান দ্বারা আল্লাহপাক বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া কমায় না। কেউ আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করলে আল্লাহ তায়ালা তাকে বড় করেন। (মুসলিম)

তহবিল সংগ্রহ চলছে, চাইলে আপনিও শরীক হতে পারেন।
বিস্তারিত জানতে- ০১৭১৭-১৮১৬৭২

পদক গ্রহন করছেন নেস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রিদওয়ান আহমেদ

0

আজ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠিাতা সভাপতি মুজীবুর রহমান খাঁ’র ১০৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির সম্মেলন ২০২০-২০২১ইং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দি নিউ ন্যাশন সম্পাদক এ এম মোফাজ্জল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এবং সাপ্তাহিক রোববার পত্রিকার সম্পাদক সৈয়দ তোশারফ আলী।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটি ঘোষণাসহ গুনি ব্যক্তিবর্গের মাঝে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য বিশেষ পদক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রিদওয়ান আহমেদ, কমিটির নবনির্বাচিত সহ সভাপতি ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, নবনির্বাচিত প্রচার সম্পাদক ও তুবার ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল সরকার জনি, বাবু প্রমুখ।

সাংবাদিকতা ও সাংগঠনিক বিষয়ে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠিাতা সভাপতি মুজীবুর রহমান খাঁ’র ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মৃতি পদক’ জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দি নিউ ন্যাশন সম্পাদক এ এম মোফাজ্জল ও বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এর হাত থেকে গ্রহন করছেন নেস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রিদওয়ান আহমেদ।

আগামী ২৫শে অক্টোবর রূপগঞ্জ কমিটির বিশেষ সভা

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুসারে আগামি ২৫ শে অক্টোবর রোজ শুক্রবার বিকেল ৪:৩০ ঘটিকায় নীলা মার্কেট সংলগ্ন ইউছুফগঞ্জ স্কুল এন্ড কলেজ সংলগ্ন প্রাইমারি স্কুল মাঠে রূপগঞ্জ কমিটির উদ্যোগে বিশেষ সভার আয়োজন করা হয়েছে।
সভায় রূপগঞ্জ কমিটির উপদেষ্টা পরিষদ গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হবে। সভায় রূপগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ রাকিব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব রিদওয়ান আহমেদ।
উক্ত সভায় রূপগঞ্জ কমিটির সকলের উপস্থিতিসহ মত প্রকাশ একান্ত প্রয়োজন।

আগামী ১৩ই সেপ্টেম্বর রূপগঞ্জ কমিটির বিশেষ সভা

আগামী ২৮শে সেপ্টেম্বর ২০১৯ইং রোজ শনিবার নেস্ট রূপগঞ্জ থানা কমিটির উদ্যোগে “ঈদ পুনর্মিলনি-২০১৯” অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্ষদ এর নেতৃবৃন্দ উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে।
সেই লক্ষ্যে রূপগঞ্জ থানা কমিটির উদ্যোগে আগামী ১৩ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল ৫ টায় এক বিশেষ সভার আহ্বান করা হয়েছে।
সভায় রূপগঞ্জ থানা কমিটির সভাপতি মোঃ রাকিব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব জনাব রিদওয়ান আহমেদ।
উক্ত বিশেষ সভায় থানা কমিটির সকল সদস্যকে উপস্থিত থেকে নেস্ট এর কার্যক্রমকে তরান্বিত করার জন্য বিনীত ভাবে আহ্বান জানানো যাচ্ছে।
সেই সাথে পূর্ণমিলনী ও খাওয়া দাওয়া বাবাদ ২০০/- টাকা করে আহ্বান করা যাচ্ছে।

এতিমদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো নেস্ট

0

আলহামদুলিল্লাহ বিগত বছর গুলোর মতো এবারও মাদ্রাসায় অধ্যায়নরত এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে অ-লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট।
গতকাল মঙ্গলবার (২৯ রমজান) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কবরস্থান রোডে অবস্থিত আল্লামা বাকী বিল্লাহ (রহ.) এর প্রতিষ্ঠিত জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে।

(বা থেকে) শায়খ আব্দুল মুস্তফা রাহিম আল-আযহারী, রিদওয়ান আহমেদ ও আবু নাসের মোহাম্মদ মুসা।

উপস্থিত থেকে একজন এতিম ছাত্রের হাতে ঈদ বস্ত্র তুলে দেন নেস্ট পরিবার। বাকী বস্ত্র জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সেক্রেটারি আল্লামা বাকী বিল্লাহ হুজুরের সুযোগ্য সন্তান হযরত মাওলানা শায়খ আব্দুল মুস্তফা রাহিম আল-আযহারী এবং মাদ্রাসার সুপারেন্টেন হযরত মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা’র হাতে নেস্ট পরিবারের পক্ষে ঈদ বস্ত্র তুলে দেন নেস্ট এর প্রতিষ্ঠাতা রিদওয়ান আহমেদ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহিম হোসেন, যুগ্ম গবেষণা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল রহমান অপু প্রমুখ। এবারের ঈদ বস্ত্রের মধ্যে ছিলো টুপি, পাঞ্জাবি ও লুঙ্গী।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে নেস্ট। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রহীঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট ও রোদে ছাতা বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষ রোপন, বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান ইত্যাদি।

ঈদ বস্ত্র বিতরণের নিউজ লিংক:-

নেস্ট সম্পর্কে কিছু কথা

সাংবাদিক রিদওয়ান আহমেদ

‘নেস্ট’ হচ্ছে অ-লাভজনক একটি দাতব্য সংগঠন। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ১৯ শে মে, ২০১৭ ইং সনে প্রতিষ্ঠিত হয়। এই চ্যারিটি সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক রিদওয়ান আহমেদ। তিনিই ১৯ শে মে ২০১৭ ইং থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৮ ইং পর্যন্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।

‘এ জার্নি ফর হিউমিনিটি’ শ্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রহীঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট এবং গরমে ছাতা বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে রক্তদান ইত্যাদি।
নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিগণ নেস্ট এর সদস্যপদ লভ করতে পারেন।

নেস্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য :
(ক) সমাজ কল্যাণ মূলক কাজে প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবী তৈরি;
(খ) বিনামূল্যে পথকলি ও বয়স্কদের শিক্ষা ব্যবস্থা;
(গ) শিশু কল্যাণ ও যুব উন্নয়ণ সাধন;
(ঘ) মাদক ও নেশাদ্রব্য বিরোধী অভিযান;
(ঙ) দুঃস্থ ও অসহায়দের সাহায্য প্রদান;
(চ) যৌতুক ও বাল্য বিবাহ বিরোধী অভিযান;
(ছ) সমাজ বিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন কর্মসূচী;
(জ) নাগরিক দায়িত্ব জাগ্রত করার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা;
(ঝ) সামাজিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ সাধন;
(ঞ) অর্থের জন্য বিবাহ না দিতে পারলে সংস্থার অর্থে (সাদ্যমত) বিবাহের ব্যবস্থা করা;
(ট) দাফন, কাফন করতে ব্যর্থ গরীব মুসলমানের দাফন, কাফনের ব্যবস্থা করা;
(ঠ) শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণ সাধন;
(ড) স্বদেশ প্রেম জাগ্রত করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ;
(ঢ) বৃক্ষরোপন ও সবুজায়ন কর্মসূচী;
(ণ) বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী;
(ত) বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কর্মসূচী;

এতিম বাচ্চাদের সাথে ইফতার করলো নেস্ট

0

রিদওয়ান আহমেদ: রাজধানীর কামরাঙ্গীর চরে অবস্থিত আল-আমিন এতিমখানার এতিম বাচ্চাদের সাথে ইফতার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নেস্ট। ২৫শে মে শনিবার এই ইফতার মাহফিলটি সম্পূর্ণ হয়েছে।
জানা গেছে, নেস্ট সংগঠনটি গতকাল ইফতার মাহফিলের প্রয়োজনীয় কাচামাল নিয়ে দুপুর ৩ টার দিকে কামরাঙ্গীর চরে অবস্থিত আল-আমিন এতিমখানায় পৌছায়। এতিমখানার রান্না ঘরে নেস্ট সদস্যরাই রান্না করে ইফতার তৈরি করেন। রান্না শেষে নিজেরাই এতিমখানার হুজুর (শিক্ষক) এবং এতিম বাচ্চাদের মাঝে ইফতার সামগ্রী পরিবেশন করেন এবং এককই দস্তর-খানায় বসে এতিম বাচ্চাদের সাথে ইফতার করেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো- ভুনা খিচুরী, চিকেন কারি, শরবত, খেজুর ও সালাত।
ইফতার মাহফিল সম্পূর্ণ করতে নেস্ট এর কেন্দ্রীয় কমিটির সাথে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে কামরাঙ্গীর চর কমিটি।
ইফতার মাহফিল সফলতার সাথে সম্পূর্ণ করার সাথে সাথেই পরবর্তী কর্মসূচি গ্রহন করেছে নেস্ট। প্রতি বারের ন্যায় এবারও গরীব-অসহায়, দুস্ত-পথশিশুদের আগামী ২৫ রমজানে মাঝে ঈদ বস্ত্র বিতরণ করবে সংগঠনটি। গরীব-অসহায়দের মুখে হাসি ফুটাতে সমাজের বিত্তবানদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নেস্ট। যোগাযোগের জন্য www.nest4bd.com এবং ফেসবুক পেইজ nest4bd ভিজিট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে নেস্ট। বাস্তবায়িত কর্মসূচীর মাঝে উল্লেখ যোগ্য হচ্ছে- মিয়ানমার সেনাদের নির্যাতন-নিপীড়ন থেকে রক্ষার উদ্দেশ্যে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয়রত রহীঙ্গাদের মাঝে অনুদান প্রদান, গরীব-অসহায়দের মাঝে রমজানে ইফতার ও দুই ঈদে ঈদ বস্ত্র বিতরণ, বৃষ্টির সময়ে অসহায় রিক্সা চালকদের মাঝে রেইনকোট বিতরণ, শীতার্ত গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রক্তদান ইত্যাদি।

নিউজ লিংক: